আলাস্কায় মাঝ আকাশে ২ প্লেনের সংঘর্ষ, নিহত ৭

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এক রিপাবলিকান আইনপ্রণেতাসহ অন্তত সাতজন মারা গেছে।
শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সকালে আলাস্কার কেনাই পেনিনসুলার সোলডোটনাস এয়ারপোর্টের কাছে এ ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
দু’টি প্লেনের মধ্যে একটি সিঙ্গেল ইঞ্জিন হ্যাভিল্যান্ড ডিএইচসি-২ বিভার এবং অপরটি পাইপার পিএ-১২।
প্রথম প্লেনটিতে ছয়জন এবং অপর প্লেনটিতে ছিলেন আলাস্কার নির্বাচিত জনপ্রতিনিধি রিপাবলিকান সদস্য গ্যারি নোপ। তিনি নিজেই প্লেনটি চালাচ্ছিলেন।
আলাস্কা অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, দু’টি প্লেনের সব যাত্রীরই মৃত্যু হয়েছে। প্লেন দু’টির সাত যাত্রীর মধ্যে ছয়জনের সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় এবং অন্যজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
সোলডোটনা এয়ারপোর্টের কাছে একটি হাইওয়ের ওপর বিধ্বস্ত হয় প্লেন দু’টি। এতে কিছুক্ষণের জন্য ওই হাইওয়ে দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সূত্র: ডব্লিউবিটিভি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি