মিয়ানমারের খনিতে ভূমিধস, নিহত ১১৩
প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১৫:৩১

মিয়ানমারের উত্তরাঞ্চলের হপাকান্ত এলাকার জেড পাথরের খনিতে ভূমিধসে মাটিচাপা পড়ে বহু লোক হতাহত হয়েছে। এখন পর্যন্ত ১১৩ জন লাশ উদ্ধারের কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জেড পাথর সমৃদ্ধ ওই এলাকায় ভূমিধসের এ ঘটনা ঘটে বলে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা তার লিন মাউং সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
ভারি বর্ষণের মধ্যে শ্রমিকরা পাথর সংগ্রহ করার সময় আড়াইশ ফুট উঁচু বিশাল এক কাদার স্তূপ ধসে পড়ে। ফলে খনিতে জমে থাকা বৃষ্টির পানিতে জল-কাদার বিশাল ঢেউ সৃষ্টি হয় এবং বহু শ্রমিক তার নিচে চাপা পড়েন।
ওপেন পিট পদ্ধতিতে খোড়া এসব খনিতে রত্নপাথর খোঁজার সময় মাটি, কাদা ও খনি বর্জ্য সরিয়ে স্তুপ (টেইলিং) করে রাখা হয়।
পূর্বপশ্চিম-এনই