চীনে নতুন করোনা আক্রান্ত ৪২, মৃত ১
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১৬:০৩ | আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৬:০৭

ফাইল ছবি
চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৪২ জন। শুক্রবার (১০ এপ্রিল) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য দিয়েছে।
সিএনএননের প্রতিবেদন বলা হয়, সবমিলিয়ে চীনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৯০৭ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৪৫৫ জন। মৃতের সংখ্যা ৩ হাজার ৩৩৬। নতুন ৪২ জন আক্রান্তের ৩৮ জনই বিদেশফেরত। বাকিরা স্থানীয় সংক্রমণের শিকার।
সম্পর্কিত খবর
গত ২৪ ঘণ্টায় উপসর্গহীন নতুন ৪৭ করোনা আক্রান্তকে শনাক্ত করেছে চীন। তাদের মধ্যে ১৪ জন বিদেশ ফেরত। দেশটিতে সবমিলিয়ে ১ হাজার ৯৭ জন উপসর্গহীন রোগীর শনাক্ত হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/কেএম