গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ-শ্লোগানে উত্তাল হংকংয়ের রাজপথ

গণতন্ত্রের দাবিতে মানুষে মানুষে প্লাবিত হংকংয়ের রাস্তা। স্লোগানে উত্তাল আকাশ-বাতাস। চারদিকে শুধু একটাই সুর-গণতন্ত্র। গত কয়েক মাসের মধ্যে রোববার (৮ ডিসেম্বর)
এত বড় সমাবেশ আর দেখা যায়নি চীনের নিয়ন্ত্রণে থাকা দেশটিতে। সেখানকার সংবাদমাধ্যমে পুরো পরিস্থিতিকে ‘মহাপ্রলয়ের’ সঙ্গে তুলনা করা হয়েছে।
সম্পর্কিত খবর
গণতন্ত্রকামী একটি সংগঠনের ডাকে এদিন প্রায় ‘৮ লাখ’ মানুষ লংমার্চ করেছেন বলে জানিয়েছে সাউথ চীনা মর্নিং পোস্ট। আন্দোলনকারীরা বলছেন, চীনের কর্তৃত্ব থেকে বের হতে প্রয়োজনে তারা জীবন বিসর্জন দেবেন।
আগস্টের পর এই প্রথম পুলিশ র্যালি করতে সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টকে অনুমতি দিল। আর তাতেই জনসমুদ্রে ভেঙেছে বাঁধ।
হংকংয়ে আন্দোলন শুরু হয় গত জুনে। চীনে অপরাধী প্রত্যর্পণের সুযোগ রেখে একটি বিল পাস করার চেষ্টা করলে হংকংয়ের চীনপন্থী কর্মকর্তারা বিপাকে পড়ে যান। শেষ পর্যন্ত ওই বিল বাতিল করতে হয় তাদের।
কিন্তু তাতেও থামেনি আন্দোলন। চারদিকে ছড়িয়ে পড়ে চীনবিরোধী মনোভাব।
১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আর কখনো এত ঝামেলায় পড়েনি চীন। বিক্ষোভ দমাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েও তারা সফল হচ্ছে না ।
পূর্বপশ্চিমবিডি/জিএম