কাশ্মীরে ‘ইসরাইলি মডেলে বসতি: তীব্র প্রতিবাদ ইমরান খানের

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ‘ইসরায়েলি মডেলে’ বসতি নির্মাণের ভারতীয় আহ্বানের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের এ সিদ্ধান্তকে ফ্যাসিবাদী বলে মন্তব্য করেন তিনি ।
বুধবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন পাক প্রধানমন্ত্রী।
সম্পর্কিত খবর
বিবৃতিতে তিনি বলেন, প্রায় ১০০ দিন অবরুদ্ধ কাশ্মীরে ভারত সরকার আরএসএসের ফ্যাসিবাদী আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। প্রকাশ হয়ে গেলো ভারতীয় সরকারের আরএসএস মতাদর্শের ফ্যাসিবাদী মানসিকতা।
কাশ্মীরীদের মানবাধিকারের চরম লঙ্ঘন হলেও শক্তিধর দেশগুলো এখনও তাদের বাণিজ্যিক স্বার্থে নীরবতা পালন করছে বলেও অভিযোগ করেন ইমরান খান।
এদিকে, নিউইয়র্কে নিযুক্ত ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী কাশ্মীরের প্রবাসী পণ্ডিতদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, ফিলিস্তিনের জমিতে ইসরাইল যেভাবে বসতি স্থাপন করেছে, একইভাবে কাশ্মীরে বসতি স্থাপনই সংকটের একমাত্র সমাধান।
এই মন্তব্যসহ ওই অনুষ্ঠানের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়তেই সমালোচনা-নিন্দা শুরু হয়। পাকিস্তানসহ কিছু মুসলিম দেশ কাশ্মীরের পরিস্থিতিকে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন-পরবর্তী অবস্থার সঙ্গে তুলনা করে।
পূর্বপশ্চিমবিডি/ওআর