Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • সোমবার, ১৪ অক্টোবর ২০১৯, ২৯ আশ্বিন ১৪২৬
  • ||
শিরোনাম

যেমন হলো মোদির মন্ত্রিসভা

প্রকাশ:  ৩১ মে ২০১৯, ০২:১৬
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট icon

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজপির ভূমিধস বিজয়ের পর দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ পড়িয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রীর শপথের পর রাষ্ট্রপতি মোদির মন্ত্রিসভার সদস্যদেরও শপথ বাক্য পাঠ করান। মোট ৫৮ জন কেন্দ্রীয় মন্ত্রী শপথ নেন।

শপথ নেওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার ৫৮ জন সদস্যের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। নরেন্দ্র মোদি তার নতুন মন্ত্রিসভায় যোগ করেছেন বেশ কিছু চমক। এতে যেমন রয়েছে পুরনো মুখ, তেমনি নতুন মন্ত্রিসভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে তিনি নতুন মুখ নিয়ে এসেছেন। এবার মন্ত্রিসভায় নতুন মুখ ১৯ জন। নারী সদস্য ৬ জন।

নতুন মন্ত্রিসভায় বিজেপি সভাপতি অমিত শাহ’র শপথ গ্রহণে এটা স্পষ্ট হলো যে, অমিতই যে মোদির উত্তরসূরি হতে চলেছেন। আলোচিত হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোটের শরিক এলপিজে প্রধান রাম ভিলাস পাসোয়ান মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার বিষয়টিও। কারণ বিভিন্নসময় উসকানিমূলক বক্তব্য দেওয়া ভারতীয় রাজনীতিতে অনেকেই তাকে বিতর্কিত বলে মনে করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় মোদি কোনো ঝুঁকি নেননি, পুরাতন কেবিনেট সদস্য নির্মলা সিতারামন মন্ত্রী হিসেবে বেছে নিয়ে তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন।

আমেথি থেকে কংগ্রেস প্রধান রাহুল গান্ধীকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় স্মৃতি ইরানিকে পুরস্কৃত করেছেন মোদি। নবগঠিত মন্ত্রিসভায় সাবেক এই অভিনেত্রী জায়গা পেয়েছেন।

এ মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী ঠাঁই পেয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- রাজনাথ সিং, অর্জুন মুন্ডা, রমেশ পোখরিয়াল, এস জয়শঙ্কর, টি গহলৌত, হরসিমরত কউর বাদল, রবিশঙ্কর প্রসাদ, সিংহ তোমার, সদানন্দ গৌড়া, নিতিন জয়রাম গড়কড়ি, ডিবি সদানন্দ গোড়ৌ, রামবিলাস পাসোয়ান, নরেন সি টোমার, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, থাওয়ার চাঁদ গেহলত, পুরুষোত্তম রুপালা প্রমুখ।

মোদি মন্ত্রিসভায় আগের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে অর্থমন্ত্রী অরুণ জেটলি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নেই। গতকালই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মন্ত্রিসভায় না থাকতে অনুরোধ করে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দেন অরুণ জেটলি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রবীণ বিজেপি নেতা এল কে আদভানি, মুরলি মনোহর যোশী, কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ উপস্থিত ছিলেন।

পিপিবিডি-এনই

মোদির মন্ত্রিসভা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত